Blogs

করোনা ভাইরাস কি? লক্ষণ এবং প্রতিরোধের উপায়

Korona Virous photo

করোনা ভাইরাসে বিধ্বস্ত চীন। এছাড়াও বেশ কয়েকটি দেশ থেকেই করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে চীনে মারা গেছে ১০৬ জন। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৩ জন।

কি ধরনের ভাইরাস এটি?

করোনাভাইরাস এক ধরনের ভাইরাস যার কারণে শ্বাসকষ্টসহ, ঠান্ডাজনিত নানা ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়। মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স এবং সিভিয়ার একুউট রেসপাইরেটরি সিন্ড্রম বা সার্সও করোনাভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত।

কিভাবে ছড়ায়?

মূলত বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে থাকে। যেমন,
>হাঁচি ও কাশির ফলে।
>আক্রান্ত ব্যাক্তিকে স্পর্শ করলে।
>ভাইরাস আছে এমন কিছু স্পর্শ করলে এবং স্পর্শকৃত হাত দিয়ে নাক ও মুখে লাগালে।
>পয়নিস্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে।

লক্ষণঃ

> সর্দি
>কাশি
>জ্বর
>মাথা ব্যাথা
>গলা ব্যাথা
>মারাত্মক পর্যায় অজ্ঞান হয়ে যাওয়া
>শিশু ও বৃদ্ধদের নিউমনিয়াও হতে পারে

প্রতিরোধঃ

এখনো ভ্যাকসিন আবিস্কার না হওয়ায় বিস্তার রোধই এর প্রতিরোধের উপায়।
-মাঝে মাঝে সাবান পারি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া।
-হাত না ধুয়ে নাক, মুখ ও চোখে হাত না দেওয়া।
-হাচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।
-ঠান্ডা বা ন্দু আক্রান্ত ব্যাত্তির সাথে না মেশা।
-মাংশ, ডিম খুব ভালো করে রান্না করা।
-বন্য বা গৃহ জীব জন্তু খালি হাতে স্পর্শ না করা।
-এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা যেতে পারে।

লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে এবং নিকটস্থ হাসপাতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *